Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেস ক্লাবের সামনে ২ বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৪ ২১:২৩ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ ২২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সরেজমিন দেখা গেছে, হাইকোর্ট থেকে পল্টনের দিকে যাওয়ার পথে সচিবালয় এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে বাস দুটিতে আগুন জ্বলছে। এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান, আগুন লাগানোর আগে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের লোকজন আতঙ্কে দৌড় দেয়। এরপর বাসে আগুন দেখা যায়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। পরে তারা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

আগুন টপ নিউজ প্রেস ক্লাব বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর