Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটির ‘সুইডিশে’ সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৪ ২৩:৫২

রাঙ্গামাটি: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সারা দেশে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত ‘সুইডিশ’ হিসেবে পরিচিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে কাপ্তাই নতুনবাজার এলাকায় গিয়ে বিক্ষোভ করে। এসময় দুপুর দুইটার দিকে স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত দশজন আহতের খবর পাওয়া গেছে।

সুইডিশের আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, দুপুরে সড়ক অবরোধ করে সুইডিশের শিক্ষার্থীরা অনেকেই ক্যাম্পাসে ফিরে আসে। পরে দুইটার দিকে তারা খবর পান সুইডিশের শিক্ষার্থীরা যারা কাপ্তাই নতুন বাজারে অবস্থান করছিল; তাদের ওপর স্থানীয় ছাত্রলীগ হামলা চালিয়েছে। শুরু থেকেই স্থানীয় ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল মারতে থাকে। এ ঘটনায় আমাদের ১০-১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। দুয়েকজন রক্তাক্ত হয়েছেন।

এদিকে, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম সুমন দাবি করেন, কাপ্তাই নতুন বাজারে স্থানীয়দের ওপর আন্দোলনকারী হামলা চালায়। পরে স্থানীয়রাসহ তাদের নিবৃত্ত করা হয়। সংঘর্ষে ছাত্রলীগের নেতাকর্মীরাও আহত হন।

সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটি মেডিকেল কলেজের মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের ভেতর মানববন্ধন করতে চাইলে ছাত্রলীগের বাধারমুখে পড়ে শিক্ষার্থীরা।

একই সময় মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বহিরাগত ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের নিয়ে রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এতে করে দুইপক্ষের মুখোমুখি অবস্থানের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় আন্দোলকারীরা প্রধান ফটকের বাহিরে আসতে চাইলে ছাত্রলীগ তাদের বাধা দেয়। বাধার মুখে কলেজের ভেতরেই মানববন্ধন করে শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থানে উত্তেজনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়। এ ঘটনায় এক শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে।

এসময় আন্দোলনকারীরা দ্রুত কোটা সংস্থারের দাবি মেনে নিয়ে কোট সংস্কার করে হামলায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রীতি প্রসূন বড়ুয়া বলেন, ‘কলেজ ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন ছাত্র সামান্য আহত হয়েছেন।’

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, ‘রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও সুইডিশের শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলনের ঘটনায় তাদের প্রতিক্রিয়া জানায়। তবে সুইডিশের শিক্ষার্থীরা কাপ্তাই নতুন বাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।’

সারাবাংলা/একে

কোটা আন্দোলন কোটাবিরোধী ছাত্রলীগ সুইডিশ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর