ইন্টারনেট চালুর দাবিতে গ্রামীণফোনের হেড অফিস ঘেরাও
সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৪ ২০:৪৬
১৮ জুলাই ২০২৪ ২০:৪৬
ঢাকা: চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় গ্রামীণফোনের হেড অফিস ঘেরাও করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে ভাটারা এলাকায় অবস্থিত গ্রামীণফোনের হেড অফিসের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তারা দ্রুত ইন্টারনেট সেবা চালুর জন্য স্লোগান দিতে থাকেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রামীণফোন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম