ইনজুরি জর্জরিত বার্সাকে নিয়ে দুশ্চিন্তায় ফ্লিক
২৬ জুলাই ২০২৪ ২০:০০
গত মৌসুমে ট্রফিশূন্য ছিলেন তারা। অনেক নাটকের পর বরখাস্ত করা হয়েছে বার্সেলোনা কোচ জাভিকেও। নতুন মৌসুমকে সামনে রেখে বার্সার দায়িত্ব পেয়েছেন সাবেক বায়ার্ন মিউনিখ কোচ হ্যান্সি ফ্লিক। মৌসুম শুরুর আগেই অবশ্য তার কপালে দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাজ। বেশ কয়েকজন ফুটবলারের ইনজুরিতে তাই কিছুটা শঙ্কার কথা জানিয়েছেন ফ্লিক।
আগের মৌসুম থেকেই ইনজুরিতে আছেন গাভি ও ডি ইয়ং। ইউরো চলার সময় ইনজুরিতে পড়েছেন পেদ্রি, কোপা আমেরিকায় চোট পেয়েছেন রোনাল্ড আরাহো। দুজনের ফিরতেই অনেকটা সময় লাগবে। দুদিন আগে এই তালিকায় যোগ হয়েছেন ব্রাইটন থেকে বার্সায় ফেরা আনসু ফাতি।
মৌসুম শুরুর আগে দলের ফুটবলারদের এমন ইনজুরি নিয়ে খানিকটা চিন্তায় আছেন ফ্লিক, ‘ফুটবলারদের এমন ইনজুরি আসলেই দুঃখজনক। বিশেষ করে ফাতি তার শুরুর দিনগুলোতে দুর্দান্ত ছিল। সে ফিট হিসেবেই অনুশীলন করছিল। প্রাক মৌসুমে তাকে না পাওয়াটা দুর্ভাগ্যজনক। অন্য ফুটবলারদের ইনজুরিও আমাদের জন্য ভালো কিছু নয়। তবে এসব কিছু মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। আশা করি ফাতিসহ অন্যরা দ্রুতই ভালোভাবে ফিরে আসবে।’
এবারের ইউরোর অন্যতম সেরা পারফর্মার ছিলেন বার্সার ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল। ফ্লিকের বিশ্বাস, এবারের মৌসুমে দারুণ ফর্ম ধরে রাখবেন এই তরুণ, ‘সে গত মৌসুম থেকেই দুর্দান্ত খেলছে। এখন সে অনেক উন্নতিও করেছে। ইউরোতে সে যা করেছে সেটা অবিশ্বাস্য। তবে বড় মাপের ফুটবলার হলে তাকে এই ফর্ম ধরে রাখতে হবে। আশা করছি সে মাটিতে পা রেখেই এগিয়ে যাবে। সে দারুণ একজন মানুষ। তার সাথে আমার কথাও হয়েছে। আশা করছি ক্লাবের হয়ে দুর্দান্ত এক সময় কাটবে সামনের মৌসুমের।’
সারাবাংলা/এফএম