Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ঢাবি জাবি ইবি শিক্ষার্থীসহ আটক ৩০

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৪ ১৮:৩৭

কুষ্টিয়া: কোটা সংস্কার আন্দোলনকারী সন্দেহে কুষ্টিয়ায় ৩০ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৮ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন করে রয়েছেন।

সোমবার (২৯ জুলাই) কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গা থেকে এসব শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য কুষ্টিয়া সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

বিকেল ৫টার দিকে সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে সোমবার কুষ্টিয়া জেলা শহরের চৌড়হাস মোড়ে কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। তবে পুলিশের ধরপাকড়ের কারণে শিক্ষার্থীরা দাঁড়াতে পারেনি।

এদিকে আন্দোলনকে ঘিরে সকাল থেকেই অতিরিক্ত বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়।

সারাবাংলা/একে

আটক কুষ্টিয়া কোটা আন্দোলন কোটা সংস্কার পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর