নাদালকে হারিয়ে সোনা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন জোকোভিচ
৩০ জুলাই ২০২৪ ১০:৪৬ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১০:৫৭
ক্যারিয়ারে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও একবারও ছুঁয়ে দেখা হয়নি অলিম্পিকের সোনার পদকটি। ৩৭ বছর বয়সী নোভাচ জোকোভিচের সোনা জয়ের হয়তো এটিই শেষ সুযোগ। প্যারিস অলিম্পিকে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে সেই পথে আরেক ধাপ এগিয়ে গেলেন জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডে ক্লে কোর্টের রাজা নাদালকে ৬-১, ৬-৪ গেমে সরাসরি সেটে হারিয়েই পরের রাউন্ডে পা রাখলেন তিনি।
জোকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি ৩৮ বছর বয়সী নাদাল। ইনজুরির সাথে লড়াই করতে থাকা নাদাল নিজের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না এদিন। নাদালের প্রিয় ক্লে কোর্টে প্রথম সেটে ৬-১ ব্যবধানে তাকে উড়িয়ে দেন জোকোভিচ। পরের সেটে কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৬-৪ গেমে হারতে হয় নাদালকে। সরাসরি সেটে জিতেই তাই পরের রাউন্ডে চলে গেলেন জোকোভিচ।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে সোনা জিতেছিলেন নাদাল, জোকোভিচ জিতেছিলেন ব্রোঞ্জ। এবার নিশ্চয়ই সোনা জিতেই অলিম্পিক ক্যারিয়ারের ইতি টানতে চাইবেন জোকোভিচ।
সারাবাংলা/এফএম