Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিন নদীর দূষণে বাতিল ট্রায়াথলন

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৪ ১২:২৮

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সিন নদীতে। সেই অনুষ্ঠানের রেশ ধরেই দূষিত হয়েছে পুরো নদী। আর এতেই বাতিল করা হয়েছিল বিভিন্ন ইভেন্টের অনুশীলন। আজ সিন নদীতে হতে যাওয়া ট্রায়াথলনের প্রতিযোগিতাও বাতিল ঘোষণা করে অলিম্পিক কমিটি।

আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় হওয়ার কথা ছিল ট্রায়াথলনের প্রতিযোগিতা। তবে সিন নদীর দূষণ গত ৩ দিনেও না কমায় প্রতিযোগিতাটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। একই সাথে বাতিল করা হয়েছে আজকের সব অনুশীলনও। গত দুইদিন বৃষ্টির কারণে দূষণ আরও বেড়েছে বলেই জানায় অলিম্পিক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সিন নদীর দূষণ পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত নদীতে অনুষ্ঠিত সব প্রতিযোগিতা ও অনুশীলন বাতিল করা হবে বলেই আভাস দিয়েছে অলিম্পিক কর্তৃপক্ষ।

সারাবাংলা/এফএম

প্যারিস অলিম্পিক ২০২৪ সিন নদী