প্রথম আইরিশ হিসেবে সাঁতারে সোনা জিতে উইফ্রেনের ইতিহাস
স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৪ ০৯:৩৫
৩১ জুলাই ২০২৪ ০৯:৩৫
অলিম্পিকের শতবর্ষের ইতিহাসে সাঁতারের ইভেন্টে কোন সোনা জয়ের রেকর্ড ছিল না তাদের। রুপা, ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। প্যারিস অলিম্পিকে আয়ারল্যান্ডের সেই অপূর্ণতা ঘুচল ড্যানিয়েল উইফ্রেনের হাত ধরে। ছেলেদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে নতুন ইতিহাস গড়লেন উইফ্রেন।
৮০০ মিটার ফ্রিস্টাইলে নতুন রেকর্ড গড়ে সোনা জিতেছেন উইফ্রেন। তার মূল প্রতিদ্বন্দ্বী ছিল আগের অলিম্পিকে সোনা জেতা যুক্তরাষ্ট্রের ববি ফিংক। গতবারের চ্যাম্পিয়ন ফিংকে শেষ ল্যাপে পেছনে ফেলেছেন তিনি। ২৩ বছর বয়সী উইফ্রেন সময় নিয়েছেন ৭ মিনিট ৩৮.১৯ সেকেন্ড। ফিংক সময় নিয়েছেন ৭ মিনিট ৩৮.৭৫ সেকেন্ড।
উইফ্রেনের এই টাইমিং নতুন অলিম্পিক রেকর্ডও বটে। প্রথম আইরিশ সাঁতারু হিসেবে অলিম্পিকে সোনা জয়ের কীর্তিও গড়লেন উইফ্রেন।
সারাবাংলা/এফএম