Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৪ ১৭:২১ | আপডেট: ২ আগস্ট ২০২৪ ২০:২০

খুলনা: খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, শিক্ষার্থীরা বিকেলে মিছিল নিয়ে নগরীর গল্লামারী এলাকায় পৌঁছান। এসময় বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ পিছু হটে।

এসময় শিক্ষার্থীরা জিরোপয়েন্টে অবস্থান নেয়। সেখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এরপর শিক্ষার্থীরা পুলিশ হটিয়ে দিয়ে আবারো জিরোপয়েন্টে অবস্থান নেন।

এর আগে, শুক্রবার দুপুর ২টায় খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু করে আন্দোলনকারীরা।

খুলনার হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি। আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি।’

সারাবাংলা/এমও

খুলনা টপ নিউজ ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের সংঘর্ষ শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর