Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে শিক্ষার্থীদের গণ মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৪ ২১:২৫

জয়পুরহাট: জয়পুরহাটে গণ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট ) বিকেলে শহরের নতুনহাট এলাকা থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক বাটারমোড়ে সামনের জয়পুরহাট-বগুড়া সড়ক অবরোধ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। কিন্তু কোনো প্রকার উসকানি ছাড়াই ছাত্রলীগ হামলা চালায়। পরে পুলিশ আন্দোলন দমানোর জন্য গুলি চালিয়ে নির্বিচার সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করে।

তারা আরও বলেন, হত্যার পর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে। আমরা যেকোনো মূল্যে এ ধরনের অন্যায় বন্ধের দাবি জানাই।

সারাবাংলা/এনইউ

জয়পুরহাট টপ নিউজ বিক্ষোভ শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর