Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ ছেড়ে পালাইনি, অফিস করছি: গণপূর্তমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৪ ২১:৩৮

রোববার সচিবালয়ে নিজ দফতরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। ছবি: সংগৃহীত

ঢাকা: এক মাসের পথপরিক্রমায় সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেওয়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা দেশ ছাড়ছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোাগযোগমাধ্যমে একটি তালিকাও ছড়িয়েছে এমন মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের। সেই তালিকায় রয়েছে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদিরের নামও।

তবে গুজব-গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মন্ত্রী নিজেই। রোববার (৪ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে অফিসও করেছেন তিনি। জরুরি ব্রিফিং করে জানিয়েছেন, তিনি দেশে আছেন। কোথাও যাননি এবং যাবেনও না।

বিজ্ঞাপন

মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘আমি দেশে আছি। মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। মিথ্যা তালিকা ছেড়েছে। আমি দেশে আছি। আমি পালাইনি। অফিস করছি।’

শারীরিক অসুস্থতার কারণে স্বাস্থ্য পরীক্ষার জন্য দেশের বাইরে যেতে হয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমার একটা বাইপাস হয়েছে। তার জন্য চেকআপে যেতে হয় বাইরে। কিন্তু এবার পরিস্থিতি এমন যে ভেবেছি যাব না। আগেও এমন ধরনের পরিস্থিতিতে দেশ ছাড়িনি। আগামীতেও দেশে থাকব। দেশে থেকে যা করার, করব।’

বর্তমান পরিস্থিতি কীভাবে স্বাভাবিক হবে— ব্রিফিংয়ে এমন প্রশ্ন রাখা হয় মন্ত্রীর কাছে। জবাবে তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে মানুষকে সঙ্গে রাখার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আমি জেলা পর্যায়ের নেতা হিসেবে বলছি, শিক্ষার্থীরা তাদের ইস্যুতে নেই। তারা এখন রাজনৈতিক ইস্যু নিয়ে নেমেছে। অসহযোগ আন্দোলন বঙ্গবন্ধুর সময় হয়েছে। সেটার একটা প্রেক্ষাপট ছিল। তিনি সবাইকে বলেছেন— খাজনা দেবেন না। কিন্তু শিক্ষার্থীদের আইনি বা নৈতিক কোনো অথোরিটিই নেই এ আহ্বান জানানোর। তাদের এ ডাকে জাতি কীভাবে সাড়া দেবে, সেটা ভাবার বিষয়।’

বিজ্ঞাপন

গত এক মাস ধরে চলমান কোটা সংস্কার আন্দোলন বর্তমানে সরকারের পদত্যাগের এক দফায় রূপ নিয়েছে। সে দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ পালন করছেন আন্দোলনকারীরা। আগামীকাল সোমবার (৫ আগস্ট) তারা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবেন।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তালিকা ছড়িয়ে পড়েছে প্রায় দুই ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিসহ সরকারি কর্মকর্তাদের। বলা হচ্ছে, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে পাওয়া গেছে তালিকাটি। এই তালিকায় থাকা ব্যক্তিরা দেশ ছেড়েছেন। তবে গণপূর্তমন্ত্রীর মতো ওই তালিকায় থাকা আরও মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও রোববার অফিস করেছেন বা নিজ নিজ স্থান থেকে নানা ধরনের কাজে অংশ নিচ্ছেন।

সারাবাংলা/জেআর/টিআর

উবায়দুল মোকতাদির কোটা সংস্কার আন্দোলন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বেবিচক র আ ম উবায়দুল মোকতাদির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর