Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে আ.লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৬:০৯

রাজশাহী: রাজশাহীর মোহনপুরে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) উপজেলার ধুরইল ইউনিয়নের গোপালপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মারা যাওয়া বিএনপি কর্মীর নাম জয়নাল আলী (৩২)। সে ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মণ্ডল জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ হয়। এদিন সকাল থেকে এই সংঘর্ষ থেমে থেমে চলে। এতে জয়নাল আলী নামের বিএনপির এক কর্মী মারা গেছেন।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এসেছে। তারা এখন সেখানে অবস্থান করছে। জয়নালের মরদেহ রামেক হাসপাতালে নেওয়া হবে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর