Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগ

ইবি করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ২০:২০

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নির্ভরযোগ্য একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিন জন। পত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

তবে এ বিষয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। অন্যদিকে উপ-উপাচার্য ফোন রিসিভ করলেও মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন

এদিকে, উপাচার্যের গাড়ি চালক ফরহাদ হোসেন বলেন, ‘ভিসি স্যার আমাকে বলল, ফরহাদ আমি রিজাইন দিয়ে দিয়েছি। তুমি চলে যাও। আমি আর ক্যাম্পাসে ফিরব না।’ তাই আমি স্যারকে খুলনায় রেখে ক্যাম্পাসে চলে এসেছি।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

কুমিল্লায় পিস্তলসহ যুবক আটক
২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪

আরো