Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবি ভিসি হাসিবুর রশীদের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ১৭:১৮

রংপুর: সমালোচনার মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।

শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেছেন।

এর আগে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার পর ৬ আগস্ট বেরোবির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করেন। এর মধ্যে ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড. কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী, বহিরাঙ্গন পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। আবু সাঈদকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটক থেকে গুলি করে। শিক্ষার্থীকে নিরাপত্তা দিতে না পারার অভিযোগ এনে ভিসিসহ প্রশাসনের সকল দায়িত্বশীলদের পদত্যাগের একদফা দাবি বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/এমও

বেরোবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর