৮ গোলের রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে স্পেনের সোনা জয়
১০ আগস্ট ২০২৪ ০৯:৩৫
টুর্নামেন্টের সেরা দুই দল মুখোমুখি হয়েছিল সোনার লড়াইয়ে। লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে সেটা অনুমেয়ই ছিল। তবে প্যারিস অলিম্পিকের ফাইনাল হলো তার চেয়েও বেশি রোমাঞ্চকর। ৮ গোলের রোমাঞ্চে অতিরিক্ত সময়ে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে ৩২ বছর পর অলিম্পিকে সোনা জিতল স্পেন ফুটবল দল।
পিএসজির স্টেডিয়াম পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে গিয়েছিল ফ্রান্সই। এনজো মিলোর গোলে লিড নেয় স্বাগতিকরা। ম্যাচে ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি স্পেন। ১৮ মিনিটে সমতা ফেরান ফারমিন লোপেজ। এরপর ২৫ ও ২৮ মিনিটে গোল পায় স্পেন। দ্বিতীয় গোলটি করেন লোপেজ। তৃতীয় গোলটি আসে অ্যালেক্স বায়েনার পা থেকে দুর্দান্ত এক ফ্রি কিকে। ৩-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে দ্বিতীয় গোল পায় ফ্রান্স। আকলিয়ুচের গোল ব্যবধান কমায় তারা। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান মাতেতা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১০০ ও ১২০ মিনিটে কামেয়ার জোড়া গোলে ৫-৩ ব্যবধানের জয় নিয়েই সোনা জিতেছে স্পেন।
১৯৯২ সালের পর এই প্রথমবার ছেলেদের ফুটবলে সোনা জয়ের স্বাদ পেল স্পেন।
সারাবাংলা/এফএম