দুর্নীতির ব্যাপারে কঠোর হওয়া ছাড়া উপায় নেই: শিল্প উপদেষ্টা
১০ আগস্ট ২০২৪ ১৭:৩০
ঢাকা: দুর্নীতির ব্যাপারে কঠোর হওয়া ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, ‘জনগণের এই আন্দোলনের মধ্য দিয়ে এত মানুষের রক্তের ওপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি। এখানে দুর্নীতির ব্যাপারে কঠোর হওয়ার ছাড়া আমাদের উপায় নেই। স্বল্প সময় আমরা দায়িত্বে থাকব। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব। দুর্নীতির প্রসঙ্গে তো প্রশ্নই আসে না।’
শিল্প উপদেষ্টা আরও বলেন, ‘ক্ষুদ্র শিল্প নিয়ে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আমাদের এখানে কিছু পরিবেশবান্ধব কাজ করার ব্যাপারে চেষ্টা আছে। যেমন সাভারের চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। জাহাজ শিল্পের ক্ষেত্রেও পরিবেশবান্ধব ব্যবস্থাটা যেন নিশ্চিত থাকে সেটিও নিশ্চিত করা হবে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রতিদিনই বসব। কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার, তাই করা হবে।’
তিনি বলেন, ‘শিল্প ক্ষেত্রে কিছু আন্তঃমন্ত্রণালয় মিটিং রয়েছে। সার আমদানির বিষয়টি আমরা প্রায়োরিটি দেবো, যাতে লোকসানী শিল্প প্রতিষ্ঠানের লোকসান কমে আসে, সেই চেষ্টা আমরা করব। এই কাজগুলো করলে আশা করি লোকসান কমে আসবে।’
শিল্প উপদেষ্টা আরও বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে গ্যাসের চাহিদা আছে। ঘোড়াশালের ক্ষেত্রে কিছুটা আছে। এটা আমরা আরও দেখছি। সার আমদানির ব্যাপারটা আমরা অগ্রাধিকারের মধ্যে রেখেছি, যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে পারি।’
অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখনও সময় ঠিক করা হয়নি।’
সারাবাংলা/ইএইচটি/পিটিএম