Friday 11 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজি, দখলদারি বন্ধে কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ১৬:১৩

ঢাকা: চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। চাঁদাবাজি করলে তাদের পা ভেঙে দিতে সেনাবাহিনীকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সচিবালয়ে অফিস করেন তিনি।

চাঁদাবাজ ও দখলদারির বিষয়ে সব রাজনৈতিক দলের উদ্দেশে কড়া বার্তা দিয়ে এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘একটি রাজনৈতিক দলের অবস্থা আজকে দেখেন। এত বড় একটি দল, এত ঐতিহ্যবাহী একটি দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। যদি আপনি মনে করেন আমি আসলাম, আমি দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চাঁদাবাজি করব। সেনাপ্রধানকে অুনরোধ করেছি চাঁদাবাজদের পা ভেঙে দিতে।’

চাঁদাবাজির না করার আহ্বান জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘চাঁদাবাজি করবেন না, মানুষের দুর্ভোগ সৃষ্টি করবে না। তা না হলে জনগণকে বলব আপনাদের পিটিয়ে দিতে।’

সারাবাংলা/জেআর/একে

চাঁদাবাজি টপ নিউজ দখলদারিত্ব

বিজ্ঞাপন
সর্বশেষ

একদিনেই বন্ধ কাটা ইলিশ বিক্রি
১১ অক্টোবর ২০২৪ ২২:২০

সম্পর্কিত খবর