Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মহত্যা করেছেন ইংলিশ ক্রিকেটার থর্প

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৪ ১৮:৪৫

ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। ৫৫ বছর বয়সী গ্রাহাম থর্প আর নেই। তার পরিবার জানিয়েছে, মানসিক অবসাদের কারণে গত ৪ আগস্ট আত্মহত্যা করেছেন তিনি।

থর্প ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১০০ টেস্ট। ক্রিকেটকে বিদায় বলার পর যোগ দিয়েছিলেন কোচিংয়ে। কয়েক বছর ইংল্যান্ডের কোচিং স্টাফে থাকার পর ২০২১ সালে তাকে সরিয়ে দিয়েছিল ইংলিশ বোর্ড। এরপর থেকে বেশ কয়েক বছর ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এই জের ধরেই এই মাসের শুরুতে নিজের জীবন নিয়েছেন তিনি নিজেই।

বিজ্ঞাপন

থর্পের স্ত্রী আমান্ডা জানিয়েছেন, এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন, ‘গত কয়েক বছর ধরেই সে অবসাদে ভুগছিল। ২০২২ সালের মে মাসে সে আত্মহত্যার চেষ্টাও করেছিল। নিবিড় পর্যবেক্ষণে ছিল সে। এরপর সে অনেকটাই গুছিয়ে এনেছিল নিজের জীবনকে। তবে শেষ পর্যন্ত কিছুই আর কাজ করেনি।’

আত্মহত্যা নিয়ে থর্পের পরিবার লজ্জিত নয় বলেও জানিয়েছেন তার স্ত্রী, ‘আমরা এই ব্যাপারে কথা বলতে লজ্জাবোধ করছি না। এটা লুকানোর কিছু নেই। আমরা তাকে সাহায্য করতে চেয়েছিলাম। মানুষকে এই খবর জানাতেই হবে, সেটা যত ভয়ানকই হোক না কেন। আশা করি এই ঘটনা সবার মাঝে সচেতনতা সৃষ্টি করবে।’

১০০ টেস্ট খেলে থর্প করেছেন ৬৭৪৪ রান, সেঞ্চুরি আছে ১৬টি।

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড গ্রাহাম থর্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর