Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলক ও তার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ২০:২৬ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪ ২২:২৮

ঢাকা: সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তার স্ত্রী, পরিবার এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তা‌দের ব্যাংক হিসা‌বের সবধরনের লেনদেনের তথ্য চেয়েছে সংস্থা‌টি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, বিএফআইইউ’র পক্ষ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে পাঠা‌নো চি‌ঠি‌তে বলা হয়েছে, জুনাইদ আহমেদ পলক, তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা এবং তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। অর্থপাচার নিরোধসংক্রান্ত ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দেয় বিএফআইইউ।

সারাবাংলা/জিএস/পিটিএম

জব্দ জুনাইদ আহমেদ পলক টপ নিউজ ব্যাংক হিসাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর