Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, ৯ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ০০:৫৬

ঢাকা: ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। ড. মো. আনোয়ার উল্ল্যাহকে আহ্বায়ক ও মুহাম্মদ মাহবুবুর রহমানকে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন এই আহ্বায়ক কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের আকুণ্ঠ সমর্থন জানিয়েছে। পাশাপাশি বৈষম্যহীন মেধাভিত্তিক নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কমিটির পক্ষ থেকে ৯টি দাবি ও প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অ্যাসোসিয়েশনের সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সব শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেসব দাবি ও প্রস্তাবনা তুলে ধরা হয়েছে সেগুলো হলো—

  • বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের দর্শন ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে নিরপেক্ষ, দক্ষ ও পেশাদার জনপ্রশাসন গড়ে তুলতে জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে;
  • অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের দোসর এবং ছাত্র-জনতার আন্দোলনে যারা বাধা দিয়েছে এবং ছাত্র হত্যায় মদত দিয়েছে তাদের চিহ্নিত করে তদন্তসাপেক্ষে শাস্তির আওতায় আনতে হবে;
  • প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে বসে থাকা বর্ণচোরা ও দলদাস কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিতে হবে;
  • সব পর্যায়ের চুক্তিভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে কার্যকর, নিরপেক্ষ ও জনআকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে তুলতে হবে;
  • ১৬ বছরে অন্যায়ভাবে পদোন্নতি ও বঞ্চনার শিকার সব পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হবে;
  • ১৬ বছরের বৈষম্য ও অবিচারের শিকার ও পদোন্নতি বঞ্চনার জন্য দায়ী শেখ হাসিনা সরকারের দোসর কর্মকর্তাদের চিহ্নিত করে বঞ্চনার বিচার করতে হবে;
  • স্বৈরাচারী সরকারের দুর্নীতির সহযোগী সব দুর্নীতিবাজ ও আচরণবিধি লঙ্ঘনকারী কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে;
  • ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ও প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে নিয়োগ পাওয়া বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া পুনর্পরীক্ষার জন্য বিশেষ তদন্ত কমিটি গঠন করতে হবে, দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে; এবং
  • ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোটারবিহীন নির্বাচনে দায়িত্ব পালনকারী সাবেক ও বর্তমান সব কমিশনার ও জেলা প্রশাসককে চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আহ্বায়ক কমিটি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর