Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্র-জনতা হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ১২:৫৪

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এসব ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, ‘গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে।’

বিজ্ঞাপন

আন্দোলনকে কেন্দ্র করে একইসময়ে ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।

আইন উপদেষ্টা আরো বলেন, ‘আর বাকি মামলাগুলো ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে।’

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। তার সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

সারাবাংলা/জেআর/এমও

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলন ছাত্র-জনতা হত্যা জাতিসংঘ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর