জয় দিয়েই মৌসুম শুরু ইউনাইটেডের
১৭ আগস্ট ২০২৪ ০৯:১৭
দীর্ঘ বিরতির পর মাঠে গড়ালো ইংলিশ প্রিমিয়ার লিগ। নতুন মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহ্যাম। ওল্ড ট্র্যাফোর্ডে ৮৭ মিনিটে করা অভিষিক্ত জশুয়া জির্কজির একমাত্র গোলে ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়েই মৌসুম শুরু করল ইউনাইটেড।
ম্যাচের শুরু থেকেই ফুলহ্যামকে চাপে রেখেছিল ইউনাইটেড। প্রথম সুযোগ আসে ২৯ মিনিটে। ফার্নান্দেজের শট বাঁচিয়ে দেন ফুলহ্যাম কিপার লেনো। ৩৪ মিনিটে আরেকটি প্রতি আক্রমণ থেকে পাওয়া বলে গোলের সুযোগ এসেছিল ফার্নান্দেজের সামনে। এবারও তাকে হতাশ করেন সেই লেনোই। গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোলের খুব কাছে চলে গিয়েছিল ইউনাইটেড। মাউন্টের শট দারুণভাবে বাঁচিয়ে দেন লেনো। এরপর ম্যাচে তেমন আর সুযোগ তৈরি করতে পারছিল না দুই দলের কেউই।
ম্যাচের একদম অন্তিম মুহূর্তে ডেডলক ভাঙ্গেন অভিষেক ম্যাচে মাঠে নামা জির্কজি। গার্নাচোর বাড়ানো বলে অবশেষে লেনোকে পরাস্ত করেন জির্কজি। ম্যাচের ৯৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন গার্নাচো, তবে ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড।
সারাবাংলা/এফএম