Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাসপোর্ট অফিস মনিটরিংয়ে শেকৃবি শিক্ষার্থীরা, দালাল আটক

শেকৃবি করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৪ ১৬:০৩

শেকৃবি: আগারগাঁও পাসপোর্ট অফিসে মনিটরিংয়ের সময় এক দালালকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১৮ আগস্ট) বেলা ১১টার সময় তাকে আটক করে শিক্ষার্থীরা।

আটক ব্যাক্তির নাম মনসুর আহম্মেদ। তিনি ভোলার পদ্মমনসা এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন থেকে ঢাকায় থাকানে বলে জানা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের কর্মসূচির অংশ হিসাবে আজ সকাল ১০.৩০ মিনিটের দিকে পাসপোর্ট অফিসে যান। সেখানে শিক্ষার্থীদের দেখে তাদের কাছে অভিযোগ করেন এক ভুক্তভোগী। পরে অভিযোগে ভিত্তিতে এক দালালকে আটক করে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আটকৃত ব্যাক্তির স্বীকারোক্তি থেকে জানা যায় পাসপোর্ট অফিসের নিরাপত্তা কর্মী কাইয়ুম, রানা (ড্রাইভার), মিন্টু (ড্রাইভার), আশরাফুল, জসিম, জাহাঙ্গীরসহ আরো প্রায় ২০০ থেকে ৩০০ জন এই চক্রের মধ্যে রয়েছে। এছাড়াও পাসপোর্ট অফিসসংলগ্ন স্টেশনারি এবং ফটোকপির অধিকাংশ দোকানদার এই চক্রের সঙ্গে জড়িত।

তবে চক্রের অন্য দালালদের ধরার উদ্দেশ্য আবারো পাসপোর্ট অফিস গেলে কাউকেই পাওয়া যায়নি।

উল্লেখ্য, পাসপোর্ট করতে ব্যাক্তিভেদে ৪৫ হাজার থেকে ১ লাখ ২০ হাজার বা তারও বেশি টাকা নিতেন অভিযুক্ত এই দালাল।

সারাবাংলা/এমও