Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডির ৩২ নম্বরে আবু সাঈদের নামে ছাত্রাবাস তৈরির দাবি ফারুকের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৪ ১৭:৩০

ঢাকা: ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িটিতে ছাত্রাবাস তৈরি করে আবু সাঈদের নামে নামকরণের প্রস্তাব দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

রোববার (১৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি করন। শেখ হাসিনার গ্রেফতার ও বিচারের দাবিতে এই মানববন্ধন আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বেগম খালেদা জিয়াকে সরকার বাড়ি দিয়েছিল ক্যান্টনমেন্টে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সেই বাড়ি থেকে ম্যাডামকে (খালেদা জিয়া) খালি হাতে বের করে দিয়েছিলেন শেখ হাসিনা। অন্তর্বতীকালীন সরকারের কাছে জনতার দাবি, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে ১০ তলা ভবন নির্মাণ করে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাঈদের নামে নামকরণ করা হোক।’

তিনি বলেন, ‘যেসব সংসদ সদস্য অনির্বাচিত, যারা হাজার কোটি টাকা লুট করেছে, সড়ক-জনপথ বিভাগে দুর্নীতি করেছে, যারা বিচার বিভাগে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয়নি, সে সকল অনির্বাচিত সংসদ সদস্যদের কিছু আনা-গোনা জনগণ দেখতে পারছে। অন্তর্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করব, অবিলম্বে তাদের গ্রেফতার করুন। ৭ জানুয়ারির ভোটবিহীন ডামি নির্বাচনে তিন শ’ এমপির বাসায় হাজার কোটি টাকা ও ডলার পাবেন। তল্লাশি করেন, তদন্ত শুরু করেন, সব বেরিয়ে পড়বে। আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত।’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘জীবনের বিনিময় হলেও ১৬ বছর অত্যাচারি হয়েছি। আর অত্যাচারি হতে চাই না। একটি গণতান্ত্রিক দেশে আমার ভোট আমি দেব, এই অধিকারের ভিত্তিতে একটি নির্বাচন দেশে হোক। সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে আর কাউকে রাস্তায় আসতে হবে না।’

তিনি বলেন, ‘এই আন্দোলনে হত্যাকাণ্ড আপনি (শেখ হাসিনা) করেছেন, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ আপনি দিয়েছেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর গুলির নির্দেশ আপনার কাছ থেকে এসেছে। যারা জীবন দিয়েছে, তারা আজকে আমাদের মাঝে নাই। তাদের রক্তের দাগ এখনো শুকায়নি, তাদের আত্মহুতির কথা মানুষ ভোলে নাই। আজকে শেখ হাসিনা কোথায়? আজকে কোথায় সালমান, কোথায় আনিসুল হক? মুখ ভেঙ্গিয়ে কথা বলতেন আনিসুল হক। তিনি এখন জেলে আর খালেদা জিয়া মুক্ত আকাশের নিচে।’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন দেশ। কোনো দেশের মুখাপে আমরা নই। ভারতকে বলতে চাই, আমরা গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে অনুরোধ জানাব, স্বাধীন দেশের প্রতি সন্মান দেখান। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে দিন।’

তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির বিলকিস ইসলাম, মাওলানা শাহ মো. নেছারুল হকসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ

আবু সাঈদ টপ নিউজ ধানমন্ডি ৩২ নম্বর


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর