Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রঘুনাথপুর সীমান্তে গরু পাচারের সময় ৫ ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৪ ১৮:০৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ ১৮:১০

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশে গরু পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে ৩টি গরুসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে তাদের আটকের পর যাচাইবাছাই শেষে রোববার (১৮ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান।

তিনি জানান, শনিবার সকালে ভারত থেকে পদ্মা নদী পার হয়ে নৌকায় করে ৩টি গরু নিয়ে ৫ জন ভারতীয় নাগরিক রঘুনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এসময় জলপথে টহল দেওয়ার সময় রঘুনাথপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের গরুসহ আটক করে। পরে তাদের কাছ থেকে ২টি ধারালো অস্ত্র জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শিবগঞ্জ থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমও

গরু টপ নিউজ পাচার ভারতীয় নাগরিক সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর