Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৪৪ পুলিশের তালিকা প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৪ ২১:২২

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় নিহত পুলিশের ৪৪ সদস্যের তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দফতর। রোববার (১৮ আগস্ট) পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।

পুলিশ সদরদফতরের প্রকাশিত তালিকা অনুযায়ী নিহতদের মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক একজন, এএসআই সাত জন, এটিএসআই একজন, এসআই ১১ জন এবং পরিদর্শক তিন জন।

সদর দফতর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময়ে নিহত হন।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপির ১৪ জন, এনায়েতপুর থানার ১৫ জন, সোনাইমুড়ী থানার দু’জন, তিতাস থানার দু’জন, কচুয়া থানার একজন, বানিয়াচং থানার একজন, ঢাকা এসবির একজন, নারায়ণগঞ্জ পিবিআইয়ের একজন, ট্যুরিস্ট পুলিশ সদর দফতরের একজন, কুমিল্লা হাইওয়ে পুলিশের একজন, কসবা থানার একজন, খুলনা মহানগর পুলিশের একজন, গাজীপুর মহানগর পুলিশের একজন এবং ঢাকা জেলার দু’জন পুলিশ সদস্য।

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ তালিকা প্রকাশ পুলিশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর