Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৪ ১১:৫২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ইসরাইলি হামলায় কমপক্ষে ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও অনেকে। ১০ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১০০ জনে। এছাড়া আহত হয়েছেন ৯২ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৮ আগস্ট) গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আল-আকসা শহীদ হাসপাতালের একটি মেডিকেল সূত্র জানিয়েছে, মধ্যগাজা উপত্যকার দেইর আল-বালাহরে অবস্থিত একটি বাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

মধ্যগাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমাবর্ষণে এক শিশুসহ আরও ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও সূত্রটি জানিয়েছে।

এছাড়া, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বেশ কয়েকটি এলাকায় ইসরাইলি হামলায় আরও ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আরেকটি চিকিৎসা সূত্র জানিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় গণহত্যা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ইতোমধ্যে ৪০ হাজার ৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

সারাবাংলা/ইআ

টপ নিউজ ফিলিস্তিনির গাজা উপত্যকা

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর