Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি’র ফল প্রকাশের দাবিতে শত শত পরীক্ষার্থী সচিবালয়ে

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৫:৫৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ ১৫:৫৯

ঢাকা: এইচএসসি’র ফল প্রকাশের দাবিতে মিছিল নিয়ে শত শত পরীক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েছেন। তাদের দাবি নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তাদের ফল প্রকাশ করা হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা দুইটার দিকে তারা জিরো পয়েন্টের দিকের সচিবালয়ের গেট দিয়ে হুড়মুড় করে পুলিশি বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন।

সচিবালয়ে তারা মাইক নিয়ে স্লোগান দিতে দিতে প্রবেশ করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে তাদের নিবৃত্ত করতে দেখা গেছে। পরীক্ষার্থীরা নতুন করে আর পরীক্ষা না নিয়ে ইতোমধ্যে নেওয়া পরীক্ষা ও এসএসসির ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবি জানিয়েছেন।

আন্দোলনরতদের মধ্যে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, ঢাকা স্টেট কলেজ, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে, মোহাম্মদপুর সরকারি কলেজ, বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি কবি নজরুল কলেজসহ এবং ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে মানতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সচিবালয় ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন পরীক্ষার্থীরা।’

তারা আরো বলেন, ‘আমরা চাই যে সাতটি পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাগুলো এবং এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এভাবে সাবজেক্ট মেটিংয়ের মাধ্যমে আমাদের ফল প্রকাশ করা হোক। আর নতুন করে কোন পরীক্ষা নেওয়া না হোক।’

পরীক্ষার্থীরা বলেন, ‘আমরা গত চারদিন ধরে আন্দোলন করছি। আমাদের অনেক ভাই বৈষম্যবিরোধী আন্দোলনের আহত হয়ে এখনো হাসপাতালে। এখন পরীক্ষা নিলে তারা পরীক্ষায় অংশ নিতে পারবে না। আর মূল মেধাটা যাচাই হয় অনার্সে ভর্তি পরীক্ষার মাধ্যমে, নতুন করে আর পরীক্ষা না নিয়ে আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হোক।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

এইচএসসি ফল টপ নিউজ প্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর