স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ডিজি ও ২ এডিজি ওএসডি
২০ আগস্ট ২০২৪ ২১:৪৬
ঢাকা: স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. মো. টিটো মিয়া ও দুই অতিরিক্ত মহাপরিচালককে (এডিজি) ওএসডি করা হয়েছে। এই দুইজন হলেন- অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়েজীদ খুরশীদ রিয়াজ এবং অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মো. কামরুল ইসলাম। তাদের ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে-শাহওয়াজের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে উল্লেখ করে বলা হয়, পদায়ন হওয়া কর্মকর্তাদের যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল [email protected]তে পাঠাতে হবে।
এর আগে, সোমবার (১৯ আগস্ট) পারিবারিক সমস্যার কথা জানিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ডিজির পদ থেকে অব্যাহতি চান অধ্যাপক ডা. টিটু মিয়া।
তিনি বলেন, ‘আমার চাকরির আর মেয়াদই আছে কয়েক মাস। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি আমার শেষ কর্মদিবস। তাই ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা দেখিয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি।’
সারাবাংলা/এসবি/পিটিএম