Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজারের ৫ নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ১৮:৩৮

ফাইল ছবি: বন্যা

ঢাকা: টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার পাঁচটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী এই পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীর পানি বেড়ে যাওয়ায়, মৌলভীবাজার জেলা সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানি বাড়তে থাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, মৌলভীবাজারের মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে রাজনগর উপজেলার নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে কয়েকটি ইউনিয়নে নতুন করে বন্যা দেখা দিয়েছে। এদিন ভোরে রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় মনু নদীর বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়। বন্যার ঝুঁকিতে থাকা পৌর শহরে মাইকিং করে সতর্ক করছে জেলা প্রশাসন। যেকোনো সময় ভাঙতে পারে শহর প্রতিরক্ষা বাঁধ।

অপরদিকে আজ সকালের নিয়মিত বুলেটিনে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল ৯টায় জুড়ী নদ বিপৎসীমার প্রায় ১৯০ সেন্টিমিটার ওপর, ধলাই নদ বিপদৎসীমার ৩২ সেন্টিমিটার ও মনু নদীর চাঁদনীঘাটে ১১৫ সেন্টিমিটার ও রেলওয়ে ব্রিজে ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

এ ছাড়াও মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চারদিনের দিনের টানা ভারী বৃষ্টিতে হাওর ও নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়ে বাড়িঘরও প্লাবিত হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ নদ-নদীর পানি বিপৎসীমা মৌলভীবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর