Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় জেল সুপার-জেলারসহ ৩ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ২২:৫৭

খুলনা: খুলনার সদ্য সাবেক জেলার, জেল সুপার ও ফার্মাসিস্টকে আসামি করে আদালতে মামলা করেছেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ওই বিএনপি নেতা বাদী হয়ে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আনিসুর রহমানের আদালতে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন— সদ্য সাবেক খুলনার জেলার এ জি মাহমুদ (৫০), সাবেক জেল সুপার রফিকুল ইসলাম কাদের (৪৮) ও ফার্মাসিস্ট আতাউর রহমান পারভেজ (৪৫)।

মামলার বিবরণে বলা হয়, এ বছরের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় জামিন নাকচ করে বিএনপি নেতা এস এম মনিরুল হাসান বাপ্পীকে কারাগারে পাঠানো হয়। কারাবন্দি অবস্থায় গত ৩ মে বিকেল ৩টার দিকে খুলনা জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তিনি চিকিৎসার সুযোগ পাননি।

মামলায় বাদীপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনারকে (ডিসি) তদন্তভার দিয়েছেন আদালত। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

সারাবাংলা/টিআর

খুলনা বিএনপি বিএনপি নেতার মামলা

বিজ্ঞাপন

ইত্যাদি এবার মোংলায়
২৪ নভেম্বর ২০২৪ ১৯:৩৪

বরবাদের আইটেম গানে নুসরাত
২৪ নভেম্বর ২০২৪ ১৯:২৬

আরো

সম্পর্কিত খবর