Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উজিরপুরে দু’জনকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৪ ১৬:৫৩

বরিশাল: উজিরপুর উপজেলায় মাছের ঘেরের মধ্য দিয়ে একটি রাস্তা নির্মাণ ও মালিকানা নিয়ে বিরোধে দু’জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার (২৪ আগস্ট) গভীর রাতে উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পশ্চিম সাতলা গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৪৫) এবং তার চাচাতো ভাই একই বাড়ির বাসিন্দা শাহাদাত হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (২৭)।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ বলেন, ‘পশ্চিম সাতলা গ্রামে মাছের ঘেরের মধ্য দিয়ে একটি রাস্তা নির্মাণ ও মালিকানা নিয়ে সাতলা ইউপির চেয়ারম্যান শাহীন হাওলাদারের সঙ্গে নিহত ইদ্রিস হাওলাদারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে একাধিক হামলা-মামলাও রয়েছে। শনিবার রাত দেড়টার দিকে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢাল এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে ইদ্রিস হাওলাদারকে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে দেয় একদল দুর্বৃত্ত। এ সময় মোটরসাইকেলটির চালক ইদ্রিসের চাচাতো ভাই সাগর বাধা দিলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।’

তাদের চিৎকারে স্থানীয়রা এসে দু’জনকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার কিছু সময় পর দু’জনের মৃত্যু হয়।

নিহত ইদ্রিস হাওলাদারের ভাই জাকির হাওলাদার বলেন, ‘কোনো রাজনৈতিক কারণে এ ঘটনা ঘটেনি। আমার ভাইয়ের মাছের ঘেরে চেয়ারম্যান শাহীন হাওলাদার হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কোটি টাকার ক্ষতি করেছে। এ ঘটনায় করা মামলায় চেয়ারম্যানসহ তার সহযোগিরা জেলও খেটেছে। জেল থেকে বের হয়ে তারা দুই ভাইকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মামলা করা হবে।’

নিহতদের চাচা সাবেক ইউপি সদস্য মোনাফছের হাওলাদার অভিযোগ করে বলেন, ‘সাতলা ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারের নেতৃত্বে সজল, কিবরিয়া, ইলিয়াস, আসাদ, রাসেল ও সজিবসহ দুর্বৃত্তরা রাস্তায় রশি টানিয়ে মোটরসাইকেল থামিয়ে আমার দুই ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে।’

সারাবাংলা/এমও

উজিরপুর কুপিয়ে হত্যা বরিশাল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর