Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যায় পানিবন্দি সাড়ে ১০ লাখ পরিবার, ক্ষতিগ্রস্ত ৫২ লাখ মানুষ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৪ ১৭:০২

ছবি: হাবিবুর রহমান/ সারাবাংলা

ঢাকা: আকস্মিক বন্যা ও কয়েকদিনের বৃষ্টিতে দেশের ১১ জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন ১০ লাখ ৪৭ হাজার ২৯ পরিবার। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫২ লাখ মানুষ।

রোববার (২৫ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ১১টি জেলার ৭৩ উপজেলা প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মৃতের সংখ্যা ১৮ জন, নিখোঁজ রয়েছেন দু’জন। পানিবন্দি ক্ষতিগ্রস্তদের জন্য ৩ হাজার ৬৫৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেগুলোতে আশ্রয় নিয়েছে ৪ লাখ ১৫ হাজার ২৭৩ জন। এ ছাড়া ২২ হাজার ২৯৮টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। আর ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ৭৪৮টি মেডিকেল টিম চালু রয়েছে।

এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের নদ-নদীর পানি দ্রুত নামতে শুরু করেছে। ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

ক্ষতিগ্রস্ত টপ নিউজ পানিবন্দি বন্যা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর