ঢাকা: সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাসনাত আব্দুল্লাহকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তিনি স্ট্যাবল আছে, কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে।