Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্ধার হলো কুমিল্লায় নির্মম নির্যাতনের শিকার সেই হাতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ১৮:৫৬

নির্যাতনের শিকার সেই হাতিকে উদ্ধার করা হয় বৃহস্পতিবার। ছবি: বন বিভাগ

ঢাকা: সম্প্রতি নির্মমভাবে পিটুনির শিকার একটি হাতিকে উদ্ধার করেছে বন বিভাগ। কুমিল্লার দাউদকান্দিতে আহত হাতিটিকে দেবিদ্বারের বাখরাবাদ গ্যাস ফিল্ড এলাকায় শনাক্ত করা হয়। রাতভর চেষ্টা চালিয়ে মুরাদনগরের সোনাউল্লাহ গ্রাম থেকে হাতিটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে বন বিভাগ হাতিটিকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান বন সংরক্ষকের তদারকিতে কুমিল্লার বন বিভাগ ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় হাতিটিকে শনাক্ত করা হয়। মাহুতের অসহযোগিতায় পরিস্থিতি জটিল হলেও বৃহস্পতিবার সকালে তাকে আটক করে হাতিটিকে নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে উদ্ধার টিম হাতিটিকে নিয়ে গাজীপুর সাফারি পার্কের পথে রওয়ানা করেছেন। বন বিভাগ জানিয়েছে, হাতির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

হাতিটিকে নির্মমভাবে পিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি মন্ত্রণালয়ের উপদেষ্টার নজরে এলে তিনি হাতিটিকে জরুরিভিত্তিতে উদ্ধারের জন্য নির্দেশ দেন। উপদেষ্টার নির্দেশনার পর বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, কুমিল্লা বন বিভাগ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হাতিটিকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/আরএফ/টিআর

কুমিল্লা বন বিভাগ হাতি উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর