Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার প্রস্তাব নেবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ২৩:২৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২৪ ১৩:৪৪

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি

ঢাকা: রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বাস্তবায়নের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচ-আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। দলগুলোর কাছ থেকে সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাবও গ্রহণ করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ ধরনের আলাপ-আলোচনা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে উপদেষ্টা রিজওয়ানা বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার প্রক্রিয়া চালু রাখব। তাদের কাছ থেকে যেসব সংস্কার প্রস্তাব আসবে, সেগুলো গ্রহণ করব। এ বিষয়ে একটি পদ্ধতির বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

সরকার জনগণের কাছে জবাবদিহিতা করবে বলে জানান পরিবেশ ও বন উপদেষ্টা। বলেন, আমরা দায়িত্ব গ্রহণের সময় থেকে এক মাসের মধ্যে কোন কোন মন্ত্রণালয় কী কী কাজ করেছে, সরকার কী কাজ করেছে, সেগুলোর ব্যাপারে নোট তৈরি করে আপনাদেরকে দিয়ে দেবো।

বৈঠকে সরকারি ও বেসরকারি খাতে অংশীদারি নিয়েও আলোচনা হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগে একটা পদ্ধতি ছিল জিও-এনজিও কোঅর্ডিনেশন তথা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়। সেটাকে আবার পুনরুজ্জীবিত (রিভাইভ) করার সিদ্ধান্ত হয়েছে।

সারাবাংলা/টিআর

উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের বৈঠক টপ নিউজ রাষ্ট্র সংস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর