Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ


৪ জুন ২০১৮ ২০:৫৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৪ জুন) বিকেলে বার কাউন্সিলের ওয়েব সাইটে ফলাফল প্রকাশ করা হয়। এ বছর ৮ হাজার ১৩০ জন শিক্ষানবীশ আইনজীবী পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। তবে ২০৮ জন পরীক্ষার্থীর ফল ঘোষণা তৃতীয় এক্সামিনারের সিদ্ধান্তের স্থগিত রাখা হয়েছে।

গত বছরের ১৪ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন ১১ হাজার ৮৪৬ জন।

গত বছরের ২১ জুলাই বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির জন্য নৈর্ব্যত্তিক (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে ৩২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশ নেন। ওই রাতেই বার কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় ১১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী কৃতকার্য হন।

বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ আসে। লিখিত পরীক্ষায় যারা পাস করেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন।

সারাবাংলা/এজেডকে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর