Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৩

ফাইল ছবি

ঢাকা: আগামী ৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালাবে আইন-শৃঙ্খলা বাহিনী। এ লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে, এক বিজ্ঞপ্তিতে বৈধ ও অবৈধ অস্ত্র জমা দিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। এতে সারা দিয়ে অনেকে নিজ নিজ থানায় অস্ত্র জমা দেন। তবে বেশির ভাগ অবৈধ অস্ত্র জমা পড়েনি।

সূত্র বলছে, দেশে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় অভিযানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আরও পড়ুন: আ.লীগ সরকারের দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত

সারাবাংলা/ইউজে/ইআ

অবৈধ অস্ত্র অভিযান অস্ত্র উদ্ধার টপ নিউজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর