Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৫

ঢাকা: আজ বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ লক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে, এক বিজ্ঞপ্তিতে বৈধ ও অবৈধ অস্ত্র জমা দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়। এতে সাড়া দিয়ে অনেকে নিজ নিজ থানায় অস্ত্র জমা দেন। তবে বেশিরভাগ অবৈধ অস্ত্র জমা পড়েনি।

সূত্র বলছে, দেশে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় অভিযানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সারাবাংলা/ইউজে/এমও

অবৈধ অস্ত্র উদ্ধার টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর