খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে পুকুরের পানিতে ডুবে জুবায়ের হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় বাড়ি পাশের পুকুরের ডুবে শিশুটির মৃত্যু হয়।
মৃত জুবায়ের ফেনীরকুল এলাকার টমটম চালক জাফর আহম্মদের ছোট ছেলে।
জানা গেছে, বুধবার সকালে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা তাকে রামগড় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ শিশু জুবায়েরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।