Friday 13 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ ও আহতদের স্মরণে ৫ সেপ্টেম্বর ‘শহিদি মার্চ’

ঢাবি করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩২

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশব্যাপী ‘শহিদি মার্চ’ করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ছাড়া, পরদিন শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশের বিভাগ ও জেলাশহরগুলোতে সফর কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ঘোষিত ‘শহিদি মার্চ’ কর্মসূচিটি আগামীকাল বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হবে। মার্চটি নীলক্ষেত হয়ে কলাবাগান, এরপর মানিক মিয়া এভিনিউ থেকে ফার্মগেট হয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তাদের স্মরণ করার সময় এটি। এ জন্য আমরা আগামীকাল শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে সারা দেশে শহিদি মার্চ করব।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের কাছে অনুরোধ, কীভাবে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে তার ডকুমেন্টেশন করতে হবে। অনেকে আমাদের বিজয় মিছিল করতে বলছে। কিন্তু যতদিন না নতুন বাংলাদেশ নির্মিত হচ্ছে, যতদিন না মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে, ততদিন বিজয় মিছিল করা সম্ভব নয়।’

অন্য এক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘নতুন প্রজন্ম যে বাংলাদেশ চায়, সবাইকে সেই বাংলাদেশকে স্বাগত জানাতে হবে। তাই আপনারা আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহায়তা করুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। কারও অপরাধ খুঁজে পেলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। আমরা একটি আইনের শাসনের দেশ চাই। যারাই জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ একটি ধর্মে পরিণত হয়েছিল। সবকিছুকে আওয়ামীকরণ করা হয়েছিল। এখন এর থেকে বের হওয়ার জন্য সবাইকে এক হতে হবে। কিন্তু আমাদের মধ্যে বিভাজনের সুর দেখা যাচ্ছে। আর কখনো ফ্যাসিজম যেন ফিরতে না পারে সেজন্য সবাইকে এক হতে হবে।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম

টপ নিউজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহিদি মার্চ


বিজ্ঞাপন
সর্বশেষ

গুম ৬৪ ব্যক্তির তালিকা তদন্ত কমিশনে
১২ সেপ্টেম্বর ২০২৪ ২২:২১

সম্পর্কিত খবর