Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ সেপ্টেম্বর খুলছে সব পোশাক কারখানা: বিজিএমইএ

সিনিয়র রিপোর্টার
৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৬

ঢাকা: বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত ‘পোশাক খাতে বিরাজমান শ্রম পরিস্থিতি’ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘বহিরাগতদের ইন্ধনে সৃষ্ট শ্রমিক আন্দোলনে ১৬৭টি পোশাক কারখানা বন্ধ ছিল। যদিও এ আন্দোলনে শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই। বহিরাগতদের হামলায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী কারখানার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় গার্মেন্টস চালু সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।’

প্রসঙ্গত, তৈরি পোশাকশিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া ও গাজীপুরে সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে সেনাবাহিনী, পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশের যৌথ অভিযান শুরু হয়। এর পরই নিয়ন্ত্রণে আসতে থাকে শ্রম পরিস্থিতি। মূলত নিরাপত্তা নিশ্চিত হওয়ায় বৃহস্পতিবার থেকে সব পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

পোশাক কারখানা বিজিএমইএ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর