চট্টগ্রামে ‘শহিদি মার্চ’ করল বৈষম্যবিরোধীরা
৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮
চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী আন্দোলনের গণঅভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে ও শহিদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীতে ‘শহিদি মার্চ’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ষোলশহর স্টেশনে এ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। এ দিন বিকেল ৩টা থেকেই ষোলশহর স্টেশন এলাকায় শত শত ছাত্র-জনতা জড়ো হতে শুরু করেন। এ সময় শত শত আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকা।
বিকেল সাড়ে ৩টার দিকে ষোলশহর স্টেশন চত্বর থেকে মিছিল শুরু করে ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। বিকেল সোয়া ৪টার দিকে মিছিল বহদ্দারহাট এলাকা ঘুরে মুরাদপুর এলাকায় গেলে সেখানে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সারা দেশের মতো চট্টগ্রামেও শুরুতে এই বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও গত ১৬ জুলাই থেকে সহিংস হয়ে ওঠে। সহিংসতায় চট্টগ্রামে মোট ১২ জনের মৃত্যু হয়। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন।
সারাবাংলা/আইসি/টিআর