Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০০

কক্সবাজার: কক্সবাজার সদরের পিএমখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ৮ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের উপস্থিতিতে কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব এবং বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার কলিম উল্লাহ (৩৪), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান শরীফ লাদেন (২০), মো. শাহিন (২৩), মো. মিজান (২০), আব্দুল মালেক (৪৮), আব্দুল হাই (২৪) ও আব্দুল আজিজ (২৫)।

অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ানশ্যুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি দামা, ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি শিকল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানিয়েছেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা একটি সন্ত্রাসী গোষ্ঠি। পিএমখালী’সহ আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাতো তারা। তাদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমও

কক্সবাজার যৌথবাহিনীর অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর