কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে নাফ নদীর মোহনা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি স্থানীয়রা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নাফনদীর মোহনার কেওড়া বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হ্নীলা সুলিশ পাড়া ও হোয়াব্রাং এলাকার নাফনদীর মধ্যবর্তী কেওড়া বাগানের পাশের খালে দুই শিশুর মরদেহ মিলেছে। এখন পর্যন্ত তাদের পরিচয় মিলেনি। ঘটনাস্থলে পুলিশ এসেছে।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণিকে এ বিষয়ে জানতে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।