Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিয়েতনামে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ইয়াগি’

আন্তর্জাতিক ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৬

সুপার টাইফুন ‘ইয়াগি’ শনিবার (৭ সেপ্টেম্বর) ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে। এতে হাজার হাজার গাছ-পালা উপড়ে গেছে এবং অনেক জাহাজ ও নৌযান সাগরে ভেসে গেছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, টাইফুনটি হাই ফং এবং কোয়াং নিন প্রদেশে আঘাত হানে। এ সময় ঘণ্টায় বাতাসের গতি ছিল ১৪৯ কিলোমিটার (৯২ মাইল)। চীনের দক্ষিণাঞ্চল অতিক্রম করে এটি ভিয়েতনামে আঘাত হানে। চীনে সুপার টাইফুনের আঘাতে দু’জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

হাই ফংয়ে টাইফুনের আঘাতে শহরের আকাশে বিভিন্ন ঘরবাড়ির ছাদের টিন এবং বাণিজ্যিক সাইন বোর্ড উড়তে দেখা গেছে। খবর এএফপি’র।

হাই ফংয়ের বাসিন্দা ৪৮ বছর বয়সী ট্রান থি হোয়া বলেন, ‘টাইফুনটি এতোই শক্তিশালী ছিল যে, আমি বহুবছর ধরে এমন ঝড় দেখিনি। এটা অনেক ভীতিকর ছিল। আমি আমার বাড়ির সব জানালা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরেই ছিলাম। তবে বাতাস এবং বৃষ্টির শব্দ ছিল অবিশ্বাস্য।’

টাইফুনটি ভিয়েতনামে আঘাত হানার আগে এটি চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে আঘাত হানে। সেখানে কমপক্ষে দু’জন নিহত এবং ৯২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সারাবাংলা/এমও

ইয়াগি ভিয়েতনাম সুপার টাইফুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর