Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে সন্ত্রাস-চাঁদাবাজদের রুখতে একাট্টা রাজনৈতিক নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৫

মানিকগঞ্জ: মানিকগঞ্জের আইনশৃঙ্খলা উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখতে তারা ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় রাজনৈতিক নেতারা এ প্রতিশ্রুতি দেন।

মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. বশির আহমেদ, র‌্যাব-৪ সিপিসি-৩-এর কোম্পানি প্রধান লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, সহসভাপতি আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

সভায় আফরোজা খান রিতা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মানিকগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমাদের দলের সদস্যরা কাজ করছে। মানিকগঞ্জে সন্ত্রাস-চাঁদাবাজদের ঠাঁই নেই। সে যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে আমার দলের বেশ কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আমরা সতর্ক রয়েছি। কোরো নিরপরাধ ব্যক্তি যেন মামলার আসামি না হয়, সেদিকে সবাইকেই খেয়াল রাখতে হবে। এ ছাড়া পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিসসহ সেবাদাতা প্রতিষ্ঠানে গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেন, আমরা জেলার আইনশৃঙ্খলা বজায় রেখে উন্নয়নমূলক কাজে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘জেলার অভ্যন্তরে বালু মহালসহ বিভিন্ন ঘাটের ইজারদের অনুপস্থিতির কারণে বালু-মাটি সরবরাহ বন্ধ রয়েছে। পরিবহণ খাতে শৃঙ্খলা রক্ষাও কঠিন হয়ে যাচ্ছে। এসব বিষয়ে জেলা প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে হবে। পাশাপাশি, জেলা শহরের যানজট নিরসনেও উদ্যোগ নিতে হবে।’

পুলিশ সুপার মো. বশির আহমেদ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশে আমরা জনগণের সেবায় কাজ করতে চাই। জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। মাদকমুক্ত সমাজ গড়াসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রেণে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফল হব।

র‌্যাব-৪ সিপিসি-৩-এর কোম্পানি প্রধান লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, অস্ত্র উদ্ধারে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। শুধু অভিযোগ দিলে হবে না, আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে অস্ত্র উদ্ধারসহ সব কাজ করতে পারব।

সারাবাংলা/টিআর

টপ নিউজ সন্ত্রাস-চাঁদাবাজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর