সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৫
৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৫
সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববারের সিরিয়ার মাসিয়াফ অঞ্চলে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে। এদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক। বাকি চারজন অজ্ঞাত সৈন্য। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ওই এলাকার সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে।
এক বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, মাসিয়াফের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে ভয়াবহ ১৩টি বিস্ফোরক ছোঁড়া হয়েছে যেখানে ইরানপন্থী গ্রুপগুলোর সদস্য এবং অস্ত্র তৈরির বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
এর আগে, হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, মাসিয়াফের কাছে হামলায় পাঁচজন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।
সারাবাংলা/ইআ