‘বিডিআর বিদ্রোহ’ মামলায় ১৭ স্পেশাল পিপির নিয়োগ বাতিল
৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬
ঢাকা: পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) সদর দফতরে সংগঠিত বিদ্রোহ মামলায় নিয়োগ প্রাপ্ত ১৭ স্পেশাল পাবলিক প্রসিকিউটরের (পিপি) নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ আদেশ বাতিল সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যাদের নিয়োগ বাতিল হলো তারা হলেন- অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, শেখ বাহারুল ইসলাম, গাজী জিল্লুর রহমান, আবদুল জলিল আফ্রাদ কবির, একেএম তৌহিদুর রহমান, মো. মোকতার হোসেন, আমিনুর রহমান খান, জেবুন্নেছা আক্তর খাতুন মুন্নী, মনজুর মো. শাহনেওয়াজ, লাইজু ইয়াসমিন, লাকী আক্তার ফ্লোরা, মো. মাসুদ রানা, মো. শাহজাহান, সাহানা বেগম, মো. ফিরোজ আহমেদ, মো. ওমর ফারুক ও মো. হাবিবুর রহমান।
সারাবাংলা/কেআইএফ/এমও