Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণসংহতি আন্দোলন’কে নিবন্ধন দিতে বাধা নেই

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৪

ঢাকা: গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নির্বাচন কমিশনের করা আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে দলটির নিবন্ধন পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ সময় দলটির প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের নিকট আবেদন করে। পরের বছরের ১৯ জুন নির্বাচন কমিশন এক পত্রের মাধ্যমে নিবন্ধন করা যাবে না মর্মে অবহিত করে।

পরে গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি উচ্চ আদালতে রিট মামলা দায়ের করেন। উভয়পক্ষের শুনানি শেষে রিট মামলায় উচ্চ আদালত ২০১৯ সালের ১১ এপ্রিল রুল মঞ্জুর করেন এবং রায় ও আদেশের অনুলিপি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিবন্ধন দানের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।

এর বিরুদ্ধে নিবার্চন কমিশন আপিল বিভাগে আবেদন করেন। সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে সে আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

গণসংহতি আন্দোলন টপ নিউজ নিবন্ধ বাধা নেই


বিজ্ঞাপন
সর্বশেষ

চবিতে অনলাইনে চলবে ক্লাস
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৩

ডেঙ্গু : চট্টগ্রামে প্রাণ গেল ২ নারীর
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০০

রাফির নায়িকা তানজিন তিশা
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৯

আরও ৩৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৮

সম্পর্কিত খবর